নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে বাংলাদেশী নাগরিক আহত


মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি,৮ নভেম্বর ২২ ইং
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তের ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছে। গঠনাটি ঘটেছে সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশার তলী সীমান্তে । আহত ব্যক্তি: নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চাকঢালা আমতলী এলাকার মৃত কাদের হোসেনের ছেলে সোনালী(৫৫)বলে জানা গেছে। সুত্রে জানান চাকঢালা আশারতলী সীমান্ত পিলার ৪৬/৪৭ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ওপার থেকে গরু আনতে যায় সোনালী। সেখানে মাইন বিষ্ফোরণ হলে পা ও শরীরে মারত্বক জখম হয়। আহত সোনালী বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের৬ নং ওয়াড়ের মেম্বার ফরিদুল আলম , সে জানান মাইন বিষ্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছে। প্রসঙ্গত: গত কয়েকমাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা পয়েন্ট দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মায়ানমারের চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য। এই চোরাকারবারে কয়েকজন জনপ্রতিনিধি জড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আটকে হিমশিম খাচ্ছে।