চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি কর্তৃক ২৫ মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষা উপবৃত্তি

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়িঃ

নাইক্ষ্যংছড়ি জোনে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের সাথে শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন, ১১ বিজিবি) এর ব্যবস্থাপনায় ১২ নভেম্বর শনিবার জোন সদর হলরুমে জোন এলাকায় বসবাসরত ২৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মাঝে এই শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর করেন। এ সময় নাইক্ষ্যংছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান,জোন জে সিওসহ,স্থানীয় সাংবাদীক সহ বিজিবির পদস্থ কর্মকর্তা বিজিবি সদস্যগণ এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন,
আর্ত-মানবতার সেবায় বিজিবি দেশের কল্যানে কাজ করে যাচ্ছে। জোয়ানরা সীমান্তবর্তী এলাকায় অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে থাকেন। সীমান্তবর্তী শিক্ষার্থীরা একজন আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তোলতে বিজিবি অত্যন্ত আন্তরিক।
পার্বত্য এলাকায় বসবাসরত জনসাধারণের সাথে বিজিবির সব ধরনের সহযোগিতা অব্যহত আছে এবং থাকবে।
সংবাদ প্রেরক মোঃ ইউনুছ মোবাইল নম্বর ০১৮১৫৩৩৫০১৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button