নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তদের হামলায় মুক্তিযুদ্ধার স্ত্রী ও সন্তান আহত,থানায় অভিযোগ দায়ের


মোহাম্মদ ইউনুছ,নাইক্ষ্যংছড়িঃ
নাইক্ষ্যংছড়িতে শারদিয় দূর্গা পূজার শেষে বিজয়াদশমীর দিন মন্দিরে যাওয়ার সময় নিজ বাড়ীর উঠানে দুর্বৃত্তদের হামলায় মুক্তিযুদ্ধার স্ত্রী ও সন্তানসহ দুই সদস্য গুরত্বর আহত হয়েছে।
আহত দুই সদস্য হল বীর মুক্তিযোদ্ধা মৃত পরিমল কুমার দাশ এর স্ত্রী অঞ্জলি রাণী (৬০) ছেলে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার দাশ (৪২)। আহত অঞ্জলি রাণী সাংবাদিকদের জানান, তাদের পাশ্ববর্তী সুকুমার গং এর সাথে চলাচলের রাস্তা নিয়ে চলা বিরোধকে কেন্দ্র করে বুধবার (৫ অক্টোবর) বিজয়াদশমীর দিন তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুকুমারের নেতৃত্বে বহিরাগত সুজন ও নয়নসহ ৬/৭ জন ব্যক্তি লাঠি, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলেকে জানে মেরে ফেলার জন্য আমার বাড়ির উঠান থেকে তোলে নিয়ে যায় নির্দিষ্ট স্থানে।
সেখানে তাদের এলোপাতাড়ি মাইরের আঘাতে ছেলের মাতা ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এ সময় তাদের কবল থেকে ছেলেকে উদ্ধার করতে গেলে আমাকেও তারা ব্যাপক মারধর করলে ঘটনাস্থলে আমি ও আমার ছেলে পড়ে যাই। খবর পেয়ে লোকজন এসে তাদের কবল থেকে আমাদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আমরা চিকিৎসাধীন অবস্থায় আছি।
এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার দাশ বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার বিষয়ে অভিযুক্ত সুকুমার থেকে জনতে চাইলে তিনি জানান, আমার স্ত্রীর থুতু ফেলাকে কেন্দ্র করে কৃষ্ণ আমার উপর চড়াও হলে এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা জনান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।