চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজের এক শিক্ষকের দুই বছর সাজা- অর্থ দন্ড

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি,১৪ অক্টোবর ২২ ইং

চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের এক শিক্ষককে কক্সবাজারের দায়রাজজ ও যুগ্ন দায়রাজজ আদালত পৃথক দুই মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড দিয়েছে। পৃথক মামলা গুলো হচ্ছে, নুর আহমেদ পিতা ছিদ্দিকুর রহমান, সাং দক্ষিণ খরুলিয়া কক্সবাজার বাদী হয়ে আসামি মোহাম্মদ জাফর আলম পিতা মৃত আমিরুজামান,সাং পরানিয়া পাড়া পিএম খালী কক্সবাজারের বিরুদ্ধে বিগত ১৫ সালের এসপি মামলা নং ৬৫/১৫ কক্সবাজার দায়রা জাজ আদালতে ২০ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত ১৬/৫/১৮ ইং তারিখে আদালত এক বছরের সাজা ও ৪০ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
এছাড়াও মোহাম্মদ ইব্রাহিম আজাদ পিতা মোঃ নবী সাং নাইক্ষ্যংছড়ি তিনিই ওই শিক্ষকের বিরুদ্ধে প্রথম বাদী হয়ে ২০১৪ ইং সনে এসপি মামলা ১৯১ দায়ের করেন। উক্ত মামলায় কক্সবাজার যুগ্ন দায়রা জজ আদালতে দোষী সাব্যস্ত করে গত ২২/৩/২০২২ ইং তারিখ এক বৎসর কারাদণ্ড সহ ২৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। দুই আদালতে পৃথকভাবে এক বছর করে দুই বছরের সাজা ও মোট ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে কক্সবাজারের দুই আদালত পৃথকভাবে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাফর আলম পিতা মৃত আমিরুজামান,সাং পরানিয়া পাড়া পিএম খালী কক্সবাজার। তিনি নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে আদালতে মামলায় শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চেক জালিয়াতি ও প্রতারণার দায়ে এক বছর কারাদণ্ড ও ৪০ লক্ষ টাকা অর্থ দন্ড দিয়েছেন বিচারক। অপর দিকে কক্সবাজারের অপর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন,একই কারণে ওই শিক্ষকের এক বৎসর কারাদণ্ড সহ ২৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। জানা যায় ফৌজদারি মামলায় দন্ডিত কর্মচারীর ক্ষেত্রে আদালতের রায়ে এক বছর মেয়াদের অধিক মেয়াদের কারাদন্ডে দন্ডিত হইলে উক্ত দন্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি হইতে প্রাথমিকভাবে বরখাস্ত হইবেন।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও,আ,ম রফিকুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে অবগত হয়েছেন গত কাল। তবে আদালতের রায়ের কপি পেলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এ প্রতিবেদককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button