নাভারণে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা


বিবিএস নিউজ ডেক্স :
“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি, শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার সময় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে নাভারণ হাইওয়ে পুলিশ থানা চত্বরে পুলিশ ও জনতার সমন্বয়ে আলোচনা সভা করে।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সার্কেল হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামুল কাদির শামিম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।