খুলনা
নাভারণে ফিটনেস ক্লাব এর শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শায় নাভারণ ফিটনেস ক্লাব এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নাভারণ সাতক্ষীরা মোড়ে এই ফিটনেস ক্লাবের উদ্বোধন করা হয়। নাভারণ ফিটনেস ক্লাবের স্বাত্ত্বাধীকারী কামাল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন আহম্মেদ তোতা, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, জাতীয় শ্রমিকলীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য আবুল হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদারসহ যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।