মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
বিবিএস নিউজ ডেস্কঃ
যশোরের শার্শায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান নাভারণ ডিগ্রী কলেজের ৪ জন শিক্ষক, কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজের হলরুমে নাভারণ কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক, নাভারণ ডিগ্রী কলেজের সভাপতি আবুল হাসান জহীর।
অনুষ্ঠানে নাভারণ কলেজের তিন জন সহকারী অধ্যাপক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী কে বিদায জানানো হয়েছে। বিদায়ী শিক্ষক ভুগোল বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো: বেলায়েত হোসেন,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম,বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা হাসিনা মমতাজ ও চতুর্থ শ্রেণির কর্মচারী মো: কামাল পাশা।https://bbsnews24.com
অনুঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,একটি জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে ছাত্রছাত্রীদের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিগত ১৭ বছরে আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অনলাইনের নামে ছেলেমেয়েদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের মানসিকতকা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের অবশ্যই শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে। অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগকরতে হবে তাহলে লেখাপড়ার মান উন্নয়ন হবে।
অনুষ্টানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন,মো: ফারুক হোসেন,শ্রাবণীপাল,মো: মাহবুবুর রহমান,নজিরদ্দৌলা,মো: হাফিজুর রহমান,মো: ছাযেদ আলী,ইন্দ্রোজিত কুমার দাস,রেহেনা সুলতানা মো: হজরত আলী,ছাত্রচাত্রীদের মাঝে মো: অমিত হাসান,ফারিহা হাসান প্রভা,মো: তৌহিদুল ইসলাম প্রমুখ।