চট্টগ্রাম

নারী ক্ষমতায়ন প্রকল্পের পরিদর্শন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল্লাহ।

মনির উদ্দিন মুন্না, (খাগড়াছড়ি) জেলা প্রতিনিধি: শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল্লাহ।
৫ ডিসেম্বর ২০২২ তারিখে কমলছড়ি উচ্চ বিদ্যালয়ে মেয়েদের আবাসিক হোস্টেলের অবস্থা পরিদর্শন পূর্বক যথাযথভাবে সংস্কারের পাশাপাশি মেয়েদের জন্য টয়লেট নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রধান শিক্ষক কক্ষে শিক্ষক ও এস‌এমসি কমিটির সদস্যদের সাথে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেন।

পরবর্তীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খাগড়াছড়িতে প্রকল্পের আওতায় চলমান মিড-লেভেল সুপারভাইজিং ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও টিটিসির অধ্যক্ষ’র সাথে আলোচনায় ট্রেনিং এর বিস্তারিত খুজ খবর নেন এবং সকল প্রশিক্ষণার্থীর দৈনিক উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ডিস্ট্রিক্ট অফিসার, অন্যান্য অফিসার এবং উপজেলা ফেসিলিটেটরগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button