না ফেরার দেশে নৃত্য পরিচালক মাসুম বাবুল
এক বছরেরও বেশি সময় ধরে সময় ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তিনি। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।


রিয়েল তন্ময়, বিনোদন প্রতিনিধি: ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নৃত্য পরিচালক মাসুম বাবুল। আজ (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক,সমিতির মহাসচিব, চলচ্চিত্র পরিচালক শাহিন সুমন।
এক বছরেরও বেশি সময় ধরে সময় ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তিনি। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।
ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে যখন তিনি হিমিশিম খাচ্ছিলেন তখন তাকে অর্থ সাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার পাশে দাঁড়িয়েছিলেন শিল্পপতি কাদের মোল্লা।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার সর্বপ্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পান।
ভারত উপমহাদেশে বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও নৃত্য পরিচালনা করেছেন তিনি।