বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সাহাদাত ওয়াশিম, (কালকিনি – ডাসার) প্রতিনিধি ঃ
বাঁচার জন্য অবলম্বন চায় প্রতিবন্ধী তিন বোন শিরোনামে নিউজ প্রকাশের এক দিনের মধ্যেই ঐ প্রতিবন্ধীদের বাড়িতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতর কর্মকর্তার নির্দেশে পরিদর্শনে যান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার নেতৃত্ব তিন সদস্যের একটি দল প্রতিবন্ধী তিন বোনের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন। এবং তাদের জন্য সবার প্রতিবন্ধী ভাতাসহ যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ডাসার উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান।https://bbsnews24.com
উল্লেখ্য গত ৫ নভেম্বর কয়েকটি জাতীয় পত্রিকাসহ বেশ কয়েকটি অনলাইনের একই পরিবারের প্রতিবন্ধী তিন বোনের মানবেতর জীবনযাপন সহ বিভিন্ন শিরোনামে নিউজ প্রকাশিত হয়। পরে তৎক্ষণিক কতৃপক্ষের নজরে আসে নিউজটি তারই ফলশ্রুতিতে ঊর্ধ্বতর কর্মকর্তার নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঐদিন প্রতিবন্ধীর বাড়ি পরিদর্শনে যান।