

মুশফিকুর রহমান ইমন, নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী হলতা বাজার এলাকা থেকে মোঃ তামিম হোসেন নামের এক ছেলে নিখোঁজ হয়েছেন। তার বয়স ১১ বছর, উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং কালো। তার পিতার নাম: মোঃ নাসির হাওলাদার ও মাতার নাম: মুন্নি বেগম।
তার পরিবার জানিয়েছে, গত সোমবার ১৮.০৯.২০২৩ তারিখ গৌরনদী কমলাপুর পাকা মাসজিদ মাদ্রাসা গৌরনদী, বরিশাল থেকে নিখোঁজ হয়েছে।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে গৌরনদী মডেল থানায় জিডি করেছেন নিখোঁজ তামিমের পরিবার। জিডি নং: ৯২৪ তারিখ: ২০.০৯.২৩ ইং
শিশুটির সন্ধান পেলে 01747766895 ও 01825472587 মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।