নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী


নয়ন দাস শরীয়তপুর প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবীতে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার ২০২২-২৪ এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবী রুপক চক্রবর্তীকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
গত ২৪শে নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার রাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব কর্তৃক স্বাক্ষরিত ও সীলযুক্ত নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার কেন্দ্রীয় কমিটির অফিসে শরীয়তপুর জেলা শাখা কমিটির সভাপতির নিকট তুলে দেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে সাবেক সভাপতি এডভোকেট মুরাদ মুন্সিকে পুনরায় সভাপতি এবং মিজানুর রহমান’কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী শরীয়তপুর জেলার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। যদিও রুপক চক্রবর্তী পড়াশোনার সুবাদে ৮ম শ্রেনী থেকে শরীয়তপুর শহরে বসবাস করেন৷ রুপক চক্রবর্তী সুনামের সহিত ১১ নং গয়ঘর সরকারি প্রাথমিক থেকে পি এস সি পরীক্ষায় জি পি এ ৫ এবং বৃত্তি প্রাপ্ত হয়েছেন, এরপর তিনি শরীয়তপুর শহরে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি এবং বিজ্ঞান বিভাগ হতে সুনামে সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। তারপর তিনি শরীয়তপুর সরকারী কলেজ থেকে মানবিক বিভাগ হতে সাফল্যের সহিত এইচ এস সি পাশ করেন। এরপর তিনি জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ হতে সুনামের ধারা অব্যাহত রেখে ফাস্ট ক্লাস পেয়ে এলএলবি অনার্স শেষ করেন।
বর্তমানে রুপক চক্রবর্তী শিক্ষানবিশ আইনজীবী হিসেবে শরীয়তপুর জজকোর্টে কর্মরত আছেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি, জেটিভির শরীয়তপুর প্রতিনিধি। রুপক চক্রবর্তী নিরাপদ সড়ক চাই (নিসচা) এর শরীয়তপুর জেলা শাখার সদ্য বিদায়ী কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন। রুপক চক্রবর্তী বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীর সংগঠনের সাথে জড়িত এবং সেই প্রতিষ্ঠান গুলোর উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন।
রুপক চক্রবর্তী বলেন, আমাকে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় নিসচার কেন্দ্রীয় চেয়ারম্যান জনপ্রিয় অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব, কেন্দ্রীয় মহাসচিব, জেলা কমিটির সভাপতি এড. মুরাদ মুন্সী ভাই, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই সহ সংশ্লিষ্ট সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবগঠিত কমিটির সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গত কমিটিতে প্রচার সম্পাদক ছিলাম এবার যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিতে আমাকে যে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে সেই পদের গুরুত্ব বজায় রেখে আমি সর্বদা সত্যের পথ অনুসরন করে সৎ ভাবে পালন করার জন্য চেষ্টা করবো। সবাই আমার জন্য আর্শিবাদ করবেন।