চট্টগ্রাম

নিষেধ উপেক্ষা করে সাগরে মাছ শিকার, ২২ জেলেকে জরিমানা

মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২২ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট খন্দকার মাহমুদুল হাসান নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) ম্যাজি‌স্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে মাছ ধরার দায়ে ২২ জেলেকে ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও ট্রলারে থাকা, জাল, বিপুল পরিমাণ মাছ ও ট্রলারটিও জব্দ করা হয়। জব্দ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
০১৮২৭৭৯৮০১৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button