খেলাধুলাফুটবল

নেইমার-তিতেও বলছেন, কাসেমিরো বিশ্বসেরা

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন কাসেমিরো।

স্পোর্টস ডেস্ক: তাকে কেন ‘অদৃশমানব’বলা হচ্ছে তার বাস্তব প্রমাণ গতকালকেই দেখা গেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারের অনুপস্থিতিতেও কাসেমিরোর দর্শনীয় গোলে হলুদ উৎসব করেছে ব্রাজি। যার দ্বৈত চরিত্র মাঠে জন্ম দেয় রহস্যের। সে কারণেই কিনা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ তিতেসহ নেইমার। গোড়ালির ইনজুরিতে না থাকলেও কাসেমিরোর পারফরম্যান্স নজর কেড়েছে নেইমারের। টুইটারে বলেছেন, ‘অনেক সময় ধরে কাসেমিরো বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার।’

নেইমারের কথার সূত্র ধরে ম্যাচের পর কোচ তিতেরও মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিতে বলেছেন, ‘অভ্যাসগত কারণে আমি সব সময় অপরের মতামতকে সম্মান করি। সেখানে মন্তব্য করি না। তবে আজকে বলতেই হচ্ছে, আমি নেইমারের সঙ্গে একমত।’

মিডফিল্ডে কাসেমিরোর বহুমুখী কার্যকর উপস্থিতি কেমন প্রভাব ফেলে সেটা তো গতকালকেই দেখা গেছে। রদ্রিগোর ফ্লিক থেকে চোখের পলকেই কাসেমিরোর ভলি এমন ভাবে জালে জড়ায় যে সুইজারল্যান্ডের তারকা গোলকিপার সমারও হতবাক হয়ে গেছেন। তিতে নিজেও বলছেন, ‘ও আসলে দলের আশ্চর্য উপাদান। যে কিনা পেছনে থেকে এভাবে আবির্ভুত হয়।’

তিতে অবশ্য তার পরেও নেইমারের অনুপস্থিতি অনুভব করেছেন। তার কথা, ‘নেইমারের ভিন্নধারার স্কিল আছে। বলা যায় সে আসলে ম্যাজিক্যাল মোমেন্টের খেলোয়াড়। বাকিরা নেইমারের পর্যায়ে পৌঁছাতে চেষ্টা করছে। আশা করি হয়তো পৌঁছে যাবে। তবে আমরা নেইমারকে মিস করেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button