ক্রিকেটখেলাধুলা

নয়নের হ্যাটট্রিক ও ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং নৈপুণ্যে বাঁশখালী ৪ উইকেটে জয়ী

বাঁশখালী প্রতিনিধিঃ নয়নের হ্যাটট্রিক ও ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং নৈপুণ্যে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়ী।

অদ্য (৮ অক্টোবর) সকাল নয় ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে,বাঁশখালীর
ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ক্রিকেট একাডেমী ও সাতকানিয়া ক্রিকেট একাডেমির মধ্যেকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত খেলায় বাঁশখালী ক্রিকেট একাডেমি টসে জিতে
প্রথমে সাতকানিয়া ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়,ব্যাট করতে নামলে নয়নের হ্যাটট্রিক ও বাকি বোলারদের চমৎকার বোলিং নৈপুণ্যে সাতকানিয়া ক্রিকেট একাডেমি ৩০/২৩.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে, সাতকানিয়ার হয়েছে আশিফ ৪৬ রান,জাবেদ ২৬ রান,নকিব ২৩ রান করেন।

বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে নয়ন হ্যাটট্রিকসহ ৪ টি,আশরাফুল ২টি,সাইদুল, সাইফুল,জাহাঙ্গীর ১টি করে উইকেট লাভ করে।

জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি ১৩৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে
৬ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাঁশখালী ক্রিকেট একাডেমি।বাঁশখালীর হয়ে শফিউল আকবর ইমন ৪৪ রান,রিয়াদ ২২ রান,সাইফুল ও ইমরানের অপরাজিত ১২, ১৮ রান সংগ্রহ করে।

সাতকানিয়া ক্রিকেট একাডেমির হয়ে আদনান সামি ২টি,আশিফ,সামি,তানভীর ১টি করে উইকেট লাভ করে।

হ্যাটট্রিক করার সুবাদে
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত
হয় বাঁশখালী ক্রিকেট একাডেমি ছাত্র নয়ন (জুনিয়র)।ম্যাচ সেরা খেলোয়াড় নয়নের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সাতকানিয়া ক্রিকেট একাডেমি খেলোয়াড় বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদসহ দুই টিমের সকল খেলোয়াড় বৃন্দ এবং স্থানীয় হাজার হাজার দর্শক মন্ডলী।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button