

পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে আজ।নদীকে দখল মুক্ত প্লাস্টিক মুক্ত করতে Unique School এর শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নদীকে বাচানোর দাবীতে আনন্দোলন করেছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিক স্কুলের পরিচালক মো সেলিমুর রহমান সেলিমও প্রধান শিক্ষক আবু হাসান সবুজ বক্তারা বলেন নদী কে বাচাতে সরকারি তদারকির পাশাপাশি জন সচেতন গড়ে তুলতে হবে তা নাহলে নদী তলদেশ ভেপে প্লাবিত হবে বাংলাদেশ এতে সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই আমাদের ভবিষ্যতে প্রজন্মকে সুন্দর পৃথিবী দিতে নদীকে দখল ও দুষণ মুক্ত রাখতে হবে।