রংপুর

পঞ্চগড়ে গুজব ছড়িয়ে দোকানপাটে হামলা: আটক ১৮

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানার জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পরের দিন রাতে আবারও হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টায় পঞ্চগড় পৌরসভার আহমদ নগর গ্রামে দুজনকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পঞ্চগড় প্রতিনিধি: এরপরই মোবাইলে একে অন্যের সঙ্গে গুজবটি শেয়ার করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সব ধরনের দোকানপাট বন্ধ হয়ে যায়। হঠাৎ লাঠি-সোটা নিয়ে রাস্তায় নেমে পড়েন দুর্বৃত্তরা। তারা আবারও হামলা করেন আহমদিয়া সম্প্রদায়ের মানুষের দোকানপাটে।

Google News গুগল নিউজে বিবিএস নিউজ 24’র খবর পড়তে ফলো করুন

কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাটেরও অভিযোগ উঠেছে। পরে দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধ করে পৌরসভার তেলিপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুরো জেলা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই অতিরিক্ত পুলিশ শহরে টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা জোরদার করা হয় আহমদিয়া সম্প্রদায়ের আহমেদনগর এলাকায়।

এমন অবস্থা নিয়ন্ত্রণে রাতেই জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে হত্যার ঘটনাটি গুজব বলে জানানো হয়। রাত সাড়ে ১০টা থেকে গুজব ঠেকাতে জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে ফজলে রাব্বাী নামে একজনসহ ১৮ জনকে আটক করেছে। তবে তাদের বিরুদ্ধে মামলা বা তাদের নামপরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।

গুজব ঠেকাতে রাত থেকেই মাঠে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্য নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত পঞ্চগড় বাজার মসজিদের মাইকিং করে সবাইকে শান্ত থাকার অনুরোধ করতে থাকেন। জানান কোনো মানুষ হত্যার শিকার হয়নি।

পরে গুজব ঠেকাতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন।

শুক্রবার পুলিশের সঙ্গে মুসল্লীদের সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হন। শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। টহল ছিল জোরদার। ফলে মানুষজন সকাল থেকেই স্বাভাবিক কাজকর্ম করছিলেন।

রাতে পরিস্থিতি বদলে গেলে রবিবার সপ্তাহের প্রথম দিনের সকালে মানুষের আনাগোনা কিছু কম দেখা যায়। সপ্তাহের অফিস শুরুর প্রথম দিন হওয়ায় সকাল থেকেই অল্প কিছু দোকানপাট খুললেও বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। সড়কে ছোট ছোট যানবাহন চালু থাকলেও বাস ট্রাক চলছে খুব কম।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘গতকালের মতো আজ রবিবারও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক রয়েছে। গেল রাতে গুজবের ঘটনায় প্রধান গুজবকারী পৌর যুবদল নেতা রাব্বিসহ ১৮ জনকে আটক করা হয়েছে।’

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তবে ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে তিনি বলেন, অপারেটররা নিজে নিজে ইন্টারনেট সেবা বন্ধ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button