পঞ্চগড়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের ঈদ উপহার বিতরন
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের ঈদ উপহার বিতরন


পঞ্চগড় প্রতিনিধি,
ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে ৩ শতাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি কলেজ মাঠে ঈদ উপহার হিসেবে উপজেলার অস্বচ্ছল মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। শাড়ি লুঙ্গি পেয়ে প্রান্তিক ভুক্তভোগী নারী পুরুষরা উচ্ছসিত হয়েছেন।
দেবীগঞ্জ সমিতির ডাংগা গ্রামের লুঙ্গি পাওয়া জমিরউদ্দিন জানান লুঙ্গিটা পেয়ে আমি খুব আনন্দিত।
উপজেলার দেবিডুবা এলাকার লুৎফা আরা জানান একটা নতুন শাড়ি পেয়েছি ঈদটা ভালই কাটবে আমার।
এর আগে উপহার বিতরন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আদনান হোসেনের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় জেলা সমিতির সাবেক সম্পাদক সোহরাব হোসেন, জাবি শিক্ষার্থী অলিউন নবী অলিভ, ঢাবি ছাত্রনেতা দীপন সাহা, রাবি ছাত্রনেতা আনন্দ রায় ও আবু সাইদ ইয়াসির সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।
অনুষ্ঠানের সভাপতি আদনান হোসেন জানান এই উপহারগুলো আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন পঞ্চগড়ে পাঠিয়েছে। মূলত পঞ্চগড়ের গরিব অসহায় ব্যাক্তিরাও এই ঈদ আনন্দের সাথে কাটাতে পারে সেজন্যই মানবিক মূল্যবোধ থেকে অসহায় নারী পুরুষদের মাঝে উপহার দেওয়া।
আমরা দেবীগঞ্জ উপজেলার গরিব অসহায়দের তালিকা করে আজ বিতরন করছি। এই বস্ত্রগুলো ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের কর্তব্যবোধ ও আনন্দ ভাগাভাগির গুরুত্বও বহন করে।
ঈদ উপহার প্রদান প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং একটি মানবিক সমাজ গড়ার অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের এমন প্রচেষ্টা অব্যাহত আছে।