পঞ্চগড়ে সাড়ে সাত কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর


ইমরান হোসেন রাজু পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
সোমবার (২১-নভেম্বর) আদালত চত্বরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান এর উপস্থিতিতে সাড়ে সাত কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক মোঃ আশরাফুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন । এর আগে গত (২৬-অক্টোবর) সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়ন থেকে গাঁজা উদ্ধার করেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় । এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক জনাব আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফ, সহকারী উপ-পরিদর্শক মোঃ মোত্তালেব আলী, সহকারি উপ-পরিদর্শক মোঃ রেজাউল হক, সিপাই মোঃ মতিউর রহমান, সিপাই লিপি রানী রায়, ওয়ারলেস অপারেটর মোঃ সুমন চৌধুরী সহ একটি অভিযানকারী দল গঠন করে জেলার সদর উপজেলাধীন ১নং অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের ইউপি সদস্য মোছাঃ আফরোজা আক্তার ববি এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় । সাড়ে সাত কেজি গাঁজা সহ মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) পিতা মোঃ কালামিয়া ও মোঃ শরিফুল ইসলাম ওরফে রিপন (৫০) পিতা-মৃত সুলতান আহমেদ কে আটক করা হয় । এবং ইউপি সদস্য মোছাঃ আফরোজা আক্তার ববি’র স্বামী মোঃ শফিকুল ইসলাম ওরফে রিপন পরিস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । অভিযান পরিচালনা কালে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগের মধ্যে চারটি পলিথিনে শুকনা গাঁজা তিন কেজি ৫০ গ্রাম ও একটি সাদা প্লাস্টিক বস্তার ভিতর চারটি পলিথিন প্যাকেটে শুকনা গাঁজা, ৪ কেজি সহ সর্বমোট সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা । আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । উপস্থিত লোকজনের সামনে উদ্ধার হওয়া গাজা সহ আসামিদের নিয়ে আসা হয় । এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের একটি অংশ । মাদক নির্মূলে আমরা সবসময় তৎপর রয়েছি । আমাদের এই চলমান কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।