পটুয়াখালীতে নব-নির্বাচিত কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


সৈয়দ নাঈমঃ ৪ নভেম্বর শুক্রবার সকালে জেলা শিল্পকলার সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর্যালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পটুয়াখালী জেলা শাখার নব-নির্বাচিত কমিটির
সভাপতি মোঃ রফিক খান (রাফি) ও সাধারণ সম্পাদক মোসাঃ খাদিজা রহমান (হেরামনি)-র নেতৃত্বে সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ-সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোসাঃ খাদিজা রহমান (হেরামনি) বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বদা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, মমতাময়ী মা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে “রূপকল্প ভিশন-২০৪১” বাস্তবায়নের জন্য সর্বদা বাংলাদেশের মুজিব সৈনিক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি এবং যেতে চাই।
উল্লেখ্য ২৮ অক্টোবর ২০২২খ্রিঃ “বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ” কেন্দ্রীয় কমিটি অনুমতি দেয়। এই কমিটি আগামী ১ বছর সংগঠনের পটুয়াখালী জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবেন।