পরাজিত জেলা পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে ইউপি সদস্যদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা


প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড়ে পরাজিত জেলা পরিষদ সদস্য প্রার্থী মাজেদুর রহমান বকুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইউপি সদস্যরা। শনিবার (২৯ অক্টোবর) রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা লীলার মেলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতারাও মিছিলে যোগ দেন।
শনিবার রাতে বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে থেকে প্রথমে বিক্ষোভ মিছিল শুরু করেন ইউপি সদস্যরা। মিছিলটি লীলার মেলা বাজার প্রদক্ষিন করে লীলার মেলার তিনমাথায় প্রতিবাদ সমাবেশ করেন । প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য আমিনুল ইসলাম (প্যানেল চেয়ারম্যান), সামাউন হক , খোগেশ্বর বর্মন, খয়রুল ইসলাম, ফারুক হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি আ খ ম সামছুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক ছলেমান আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিল।
বক্তারা জানায় গত ১৭ অক্টোবর জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করে পরাজিত হয় মাজেদুর রহমান বকুল। ভোটে পরাজিত হওয়ার গত ২৭ অক্টোবর মাজেদ বকুল বলরামপুর ইউনিয়নের বটতলি এলাকায় কালিপুজার ধামের গানের উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে ওই ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্যদের মূর্খ বলে সম্বোধন এবং অপমান জনক আপত্তিকর কথা বলেছেন । এছাড়াও বর্তমানে মাজেদুর রহমান বকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেই, তারপরও নিজেকে সাধারন সম্পাদক দাবী করেছেন। এ কারনেই আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছি। সেই সাথে মাজেদুর রহমান বকুলকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবী জানায় ইউপি সদস্যরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বিষয়ে মাজেদ বকুল মুঠোফোনে জানান আসলে আমি কোন ইউনিয়ন পরিষদের কোন সদস্য এবং চেয়ারম্যানকে মূর্খ বলি নাই। আসলে আমি বলেছিলাম বলরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের বোঝাতে ব্যার্থ হয়েছি এটা আমার ব্যার্থতা মূর্খতা। আসলে আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বাবা বলরামপুর ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগার। তাছাড়া যারা আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন দু একজন ছাড়া সবাই বিএনপি জামাতের লোকজন।