পরিবর্তন এর সেরা পূজো সম্মাননা প্রদান


মীরসরাই প্রতিনিধি: পূজার সাত্ত্বিকতা রক্ষা, রুচিশীল ও দৃষ্টিনন্দন শারদীয় দুর্গাপূজার আয়োজনকে উৎসাহিত করতে পরিবর্তন ‘সেরা পূজো সম্মাননা’ প্রদান করেছে সামাজিক সংগঠন ‘পরিবর্তন টিম’।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে পরিবর্তন টিমের সভাপতি অধ্যাপক শিমুল ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন দাশ বাপ্পি ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ দাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সাবেক ট্রাস্ট্রি উত্তম কুমার শর্মা, দানবীর মানিক রতন শর্মা, সংবর্ধিত অতিথি ডা. প্রদীপ কুমার নাথ, উপজেলা পূজা কমিটির সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার উত্তম দে মুন্না, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশ, উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক গৌপি কুমার দাশ, সংগঠক আশিষ দাশ প্রমুখ।
এসময় ২০২২ সালের ১০টি সেরা পূজা ও ২০২৩ সালের সেরা ১০ পূজা মন্ডপের কমিটির হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও মিডিয়া স্পন্সর হিসেবে দুর্বার পত্রিকার সম্পাদক রাজিব মজুমদার, মীরসরাই টিভির সম্পাদক বাবলু দে ও সমমনা ডেকোরেটার্সের সত্ত্বাধীকারী অভি রায়, শিল্পী সংগঠক সানোয়ারুল ইসলাম রনির হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় কেক কেটে অতিথিবৃন্দ পরিবর্তন টিমের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে খুদে শিল্পীরা।