জেলার খবর

পর্যটক হয়রানির প্রতিবাদ করায় সংবাদকর্মীকে পেটালো ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির প্রতিবাদ করায় আব্দুর রশিদ মানিক নামে এক সংবাদকর্মীকে পিটিয়েছে ট্যুরিস্ট পুলিশের কয়েকজন সদস্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রশিদ মানিক জানান, কয়েকজন পর্যটককে হয়রানির প্রতিবাদ করলে, ট্যুরিস্ট পুলিশের কয়েকজন সদস্য তাকে লাঠি দিয়ে বেদম প্রহর করে। তাদের সাংবাদিক পরিচয় দিলেও আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে সহকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেল বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও মানিকের উপর হামলা খুবই দুঃখজনক। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে সাংবাদিকেরা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত চলছে। এতে ট্যুরিস্ট পুলিশের সদস্যের দোষ প্রমাণিত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button