

শেখ রায়হান হোসেন,
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
“শেখহাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটার চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার(১৭মে) সকালে পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনে এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু ভারপ্রাপ্ত কর্মকর্তা(পাটকেলঘাটা গুদাম) মো. মাসুদুর রেজা, মিলমালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক প্রনয় পাল সহ চাল মিল মালিক ব্যবসায়ী সহ কৃষক নেতৃবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার, সরকার কৃষকদের কথা চিন্তা করে সরাসরি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় মিলমালিকদের সরাসরি কৃষকের নিকট থেকে ভাল মানের ধান ও মিলারদের নিকট থেকে ভাল মানের চাল সংগ্রহ করতে বলেন তারা। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। চলিত মৌসুমি বোরো মৌসুমে ৫ হাজার ৯শ ৭৫ মেট্রিকটন চাল প্রতিকেজি ৪৪ টাকা দরে এবং , ১৫৫৭ মেট্রিকটন ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে জানান অতিথিবৃন্দ।