খুলনা
পাটকেলঘাটায় বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান


শেখ রায়হান হোসেন,
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় ৪ জন বিএনপির কর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। রবিবার ২৩ অক্টোবর তালা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি শেখ নুরুল ইসলাম এর সহযোগিতায় তারা আওয়ামীলীগে যোগদান করে।
আওয়ামীলীগে নব্য যোগদানকৃতরা হলো, পাটকেলঘাটা থানাধীন ৭ নং ওয়ার্ড তৈলকুপী গ্রামের মৃত বাল্লক মোড়ল এর পুত্র মোঃ তকব্বার আলী মোড়ল, একই গ্রামের মোঃ নূর মোহাম্মদ মোড়ল এর পুত্র মোঃ মিজানুর রহমান মোড়ল, মৃত তাছের মোড়ল এর পুত্র মোঃ আল আমিন মোড়ল, মৃত রহমত মোড়ল এর পুত্র গোলাম রসুল (বাবু)। সকলকে তালা উপজেলা আওয়ামীলীগ পরিবারের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন।