পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন,আহবায়ক রাজু সদস্য সচিব খলিল


নিজস্ব প্রতিনিধি ::
পাটকেলঘাটার উপেক্ষিত সাধারণ মানুষের কথা বলবে সাংবাদিকদের বৃহত্তর সংগঠন রিপোর্টার্স ক্লাব। একইসাথে এখানকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও উৎকর্ষতা বৃদ্ধিতেও কাজ করবে এই সংগঠন।
এ সকল লক্ষ্য সামনে রেখে পথচলা শুরু করেছে পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাব। গত ২৩ অক্টোবর রবিবার রাতে ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন আজকের সাতক্ষীরা পত্রিকার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম রাজু এবং সদস্য সচিব হয়েছেন জাতীয় দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সীমান্ত নিউজের প্রকাশক মোঃ খলিলুর রহমান।
আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র একটি পূর্ণাঙ্গ কমিটির জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।
সভায় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি, সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষা, নিরাপত্তা এবং পাটকেলঘাটার সার্বিক উন্নয়নে ইতিবাচক সংবাদ পরিবেশনে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ রচনায় ভূমিকা রাখবে এই সাংবাদিক সংগঠন।