চট্টগ্রাম

পানছড়ির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে পুলিশ সুপার মো: নাইমুল হক

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি প্রতিনিধি ঃ-

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে পানছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

রোববার (২ অক্টোবর ২০২২ইং) মহাসপ্তমীতে সন্ধ্যার দিকে পানছড়ি উপজেলার বিভিন্ন পূজার মন্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

পঞ্জিকা অনুযায়ী শনিবার মহা ষষ্ঠীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। রোববার মহা সপ্তমীবিহিত পূজা, সোমবার মহা ষ্টমীবিহিত পূজা, মঙ্গলবার মহা নবমীবিহিত পূজা, বুধবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন।

পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মো:নাইমুল হক সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এবং কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো:মিজানুর রহমাস, পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:আনচারুল করিম সহ দূর্গা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button