রাজশাহী

গোদাগাড়ীতে পানিবন্দী মানুষের পাশে ইউএনও আতিকুল

পানিবন্দী মানুষের পাশে ইউএনও আতিকুল

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে টানা ভারী বৃষ্টিপাতে প্লাবিত উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এতে বিপাকে পড়েছেন শিশুসহ বয়স্করা।

মঙ্গলবার দুপুর ২ টায় প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার শ্রীমন্তপুরে ৫০ টি পানিবন্দীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ ও শুকনা খাবার পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে। প্রয়োজনীয় মুহূর্তে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন পানিবন্দী মানুষ।

গোদাগাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুর ইসলাম বলেন, পানিন্দী মানুষে পাশে থেকে কাজ করে যেতে চাই। এর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এ জন্য ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, পানিবন্দী থাকার খবর পাওয়া মাত্রই ঐ এলাকায় ছুটে গেছি । এবং ৫০টি পরিবারের মাঝে ১০ কেজি চাল দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন দুর্ঘটনা রোধে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলায় এ পর্যন্ত ৮০ টি পানিবন্দী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button