পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার


বিবিএস নিউজ ডেস্ক: বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের মধ্যে উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ হাসান নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করে।
রোববার দুপুরে উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. মোর্শেদ আলম বলেন, রোববার ভোর থেকে উত্তরা পশ্চিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় টহল ডিউটি দিচ্ছিল থানা পুলিশ। সকাল ৭টার দিকে উত্তরা হাউজ বির্ডিং মমতাজ মহলের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি মো. রাসেল বাবুর নেতৃত্বে একটি মিছিল ঐ স্থানে এসে অগ্নিসংযোগ ভাঙচুর ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো চ্ষ্টো করে। দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হয়, আরেকটি অবিস্ফোরিত থাকে। এতে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাউদ্দিন বলেন, দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আরেকটি ককটেল অবিস্ফোরিত ছিল। পরে বোম্ব ডিসপোজাল দল সেটি নিষ্ক্রিয় করে। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। ঘটনার পরপরই হাসানকে ‘হাতেনাতে’ ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, রোববার থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার টানা অবরোধ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে পণ্ড হয়ে যায় বিএনপির সমাবেশ। এরই প্রতিবাদে পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এর প্রতিবাদে মঙ্গলবার থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কর্মসূচি শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘাতে বেশ কয়েকজনের প্রাণ গেছে, ভাঙচুর-অগ্নিসংযোগের শিকার হয়েছে কয়েক ডজন যানবাহন ও স্থাপনা।