আইন-আদালত

পূবাইল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

আবু সাঈদ চৌধুরী গাজীপুরঃ গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কাজীপাড়া এলাকা থেকে ৮ কেজি গাঁজা দুই জন মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ৪১ নং ওয়ার্ডের পূবাইল কাজীপাড়া সংলগ্ন এপিএস গোডাউনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ১. নিলুফা বেগম (৩৫) তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কুইয়া পানিয়া (চান্দের বাজার) গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে ও জাবেদ আলীর স্ত্রী।২.মোঃ রুবেল (২৮) তিনি কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পূবাইল থানায় কর্মরত এসআই মো. হুমায়ুন কবির জানান, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪১নং ওয়ার্ডের কাজীপাড়া সাকিনস্থ এপিএস গোডাউন এর সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা ও নারী পুরুষসহ দুই জনকে আটক করা হয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে। অতঃপর মামলা দায়ের শেষে তাদের গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button