পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সার্জেন্ট আহাদ স্মরণে আলোচনা সভা
৩ মার্চ শেরপুরের নালিতাবাড়ী পৌরসভাদিন ভোগাই নদের তীরে অবস্থিত সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সার্জেন্ট আহাদ পারভেজের স্মরণে এক আলোচনা অনুষ্ঠিত হয়।


এসডি সোহেল রানা: জনাব মোঃ কামরুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোন এর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন জনাব মতিয়া চৌধুরী এমপি, মাননীয় সংসদ উপনেতা, বাংলাদেশ জাতীয় সংসদ।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাঁকে স্মরণ করছি। এ ক্ষেত্রে আমারও কিছু স্মৃতি আছে। এটা ১৯৯৯ সালের ঘটনা তখন আমি পুলিশে ঢুকি নাই তাঁর অনেক পরে পুলিশে ঢুকেছি, কিন্তু সেদিনের এই ঘটনা আমার মনকে আলোড়িত করেছিলো।
তিনি বলেন, একটা মানুষের ভিতরে কতটুকু নিষ্ঠাবান, দায়িত্ববান ও দেশপ্রেম থাকলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করতে পারে এটা একটা শিক্ষনীয় বিষয়।
যদিও তাঁর পরিবার পরিজন তাঁকে হারিয়েছেন তাঁদের সেই কষ্ট কখনো লাঘব হওয়ার নয়। কিন্তু সেদিনের এই ঘটনায় আলোকিত হয়ে ছিলাম আমরা তথা বাংলাদেশ পুলিশ।
সার্জেন্ট আহাদ মৃত নয়, তার কোনো মৃত্যু নেই, তিনি অমর হয়ে আছেন বাংলাদেশ পুলিশে তথা আপনাদের নালিতাবাড়ী বাসীর কাছে বলে উল্লেখ্য করেন।
এর আগে পুলিশ সুপার মহোদয় সার্জেন্ট আহাদ স্মৃতি স্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ও রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
এসময় স্থানীয় লোকজন ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।