বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু  স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী পলিয়ে তালাক খাগড়াছড়িতে জামায়াত নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,নাগরিক কমিটি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় বটিয়াঘাটায় সাসটেইনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত মানবাধিকার কর্মি পরিচয় পত্র বাণিজ্যের প্রমান মিলেছে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম-নারী হেডম্যান কার্বারী সম্মেলন সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে – ঝালকাঠিতে নায়েবে আমীর যশোরে সাংবাদিক নেতা মন্টুর স্মরণ সভা অনুষ্ঠিত শার্শায় শালিস কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বোমাবাজি,সংঘর্ষ আহত ৫

পূবাইলে নতুন সংযোগ বিদ্যুৎ বন্ধ থাকা জনদুর্ভোগ

Reporter Name / ৪৭ Time View
Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
Oplus_131072

আবু সাঈদ চৌধুরী গাজীপুরঃ

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন পূবাইল জোনাল অফিসে গত দুই মাস ধরে নতুন বিদ্যুৎ মিটারের সংযোগ বন্ধ রয়েছে। এতে আবেদন জমা দিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন গ্রাহক। বিদ্যুতের মিটার ও তারের চরম সংকটে এ অবস্থা তৈরি হয়েছে।

এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তার ও মিটারের সরবরাহ না থাকায় নতুন সংযোগ দিতে সমস্যা হচ্ছে।

পূবাইল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, পাঁচ শতাধিক বেশি গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছে। কিন্তু প্রায় দুইমাস ধরে বন্ধ রয়েছে বৈদ্যুতিক মিটার ও ড্রপ তারের সরবরাহ। এ কারণে নতুন এসব আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ মিলছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন গাছাড়া দিয়ে বসে আছেন। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে মিটার এবং তারের সংকট দেখা দিলেও বিষয়টি কোনো আমলেই নিচ্ছে না সংশ্লিষ্টরা। মিটার সংযোগ বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে গ্রাহকদের।

সরজমিনে পূবাইল জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা দেখা যায়, বেশ কয়েকজন আবেদনকারীর জটলা।

এ সময় কথা হয় কয়েকজনের সঙ্গে। তাদের সবার মুখেই শোনা যায় ভোগান্তি ও হতাশার কথা। প্রতিনিয়ত অফিসে আসছেন। আবেদন করে মাসের পর মাস সংযোগ না পাওয়ায় অনেকেই দুর্ভোগ পোহাচ্ছেন। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের নীরবতাকেই গ্রাহকসেবার নামে ভোগান্তি হিসেবে দায়ী করছেন অনেকে। তবে সেবার মান বৃদ্ধিতে সংযোগ তার এবং মিটার সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *