ঢাকা

পূবাইলে পিতার বিক্রিত জমিতে ছেলে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণ

পিতার বিক্রিত জমিতে ছেলে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণ

আবু সাঈদ চৌধুরী,গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় পিতার বিক্রিত জমিতে অবৈধ ও জোরপূর্বক ভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু মৃত মোশারফের ছেলে আসাদুজ্জামান শিমুল এর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে ২৭শে মে সকাল ৯টায় ৪২ নং ওয়ার্ডের আটাইয়াবাড়ী এলাকার মোশারফ এর বাগানবাড়িতে।

ঘটনা প্রবাহে জানা যায়, আজ থেকে প্রায় ১২ বছর পূর্বে জৈনিক আল মামুন জুয়েল ও আফরোজা এর নিকট পূবাইল থানাধীন পদহারবাইদ মৌজাস্থিত মৃত মোশারফ এর বাগানবাড়ির ভিতর হতে ২০১৩ সালে ৬.৬ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। যার খতিয়ান নং এস এ ৪৬ আরএস ১৩৭ দাগ নং এস এ ৭৮০, ৭৮১, ৭৮৪,৭৭৮ আরএস ১১০ নং দাগে উক্ত জমি বটে। ১৭/০৫/২০১৩ তারিখে ১১৩৬৯ নং দলিলে ও ২০/০৯/২০১৭ তারিখে ১৪৪৭৮ নং দলিলে উক্ত জমি ক্রয় করে থাকেন। উক্ত জমি ক্রয়ের কিছুদিন পরে আল মামুন জুয়েল গণ জানতে পারেন যে আংশিক জমি তাদের সরকারি হালটের মধ্যে পড়েছে।

উক্ত বিষয়টি নিয়ে মোশারফ জীবিত থাকা অবস্থায় একাধিকবার তাদের বৈধ জমি বুঝিয়ে দেওয়ার জন্য বললে মোশারফ সহ তার পরিবার তালবাহানা শুরু করে। অবশেষে ২৭/ ০৫/২০২৩ তারিখে মৃত মোশারফ এর ছেলে আসাদুজ্জামান শিমুল ভাড়া করা লোক নিয়ে আল মামুন জুয়েল গঙ্গদের জমিতে অনাধিকার প্রবেশ করে ইট সিমেন্টের বাউন্ডারি নির্মাণ করেন।

এমনকি বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে বাউন্ডারি নির্মাণ করেন।আল মামুন গণ বাধা দিলে আসাদুজ্জামান শিমুল জোরপূর্বক তাদের জমিতে বাউন্ডারি নির্মাণ করেন এ বিষয়ে মৃত মোশারফ এর ছেলে আসাদুজ্জামান শিমুলের বাড়ীতে গেলে তাকে খুঁজে পাওয়া যায় নি।

এ বিষয়টি কেন্দ্র করে উভয়পক্ষ গণ পূবাইল থানা ও পুলিশ বরাবর অভিযোগ দায়ের করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button