জেলার খবর
পূবাইলে পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু


আবু সাঈদ চৌধুরী :
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪১নং ওয়ার্ডের খিলগাঁওয়ের খেলা পাড়ায় জুয়া খেলার আড্ডায় পুলিশ আসার খবর শুনেই দৌড়ে পালাতে গিয়ে পুকুরে পড়ে স্ট্রোক করে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত ১২টার দিকে পূবাইল থানার টহল পুলিশের একটি গাড়ি ওই এলাকায় আসার খবর শুনে দৌড়ে পালাতে গিয়ে জুয়াড়ি দলের আক্তার সরদার বাঁশের খুঁটির সঙ্গে আঘাত লেগে মাতিন সরকারের পুকুরে পড়ে আহত হন।
স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পূবাইল থানার পুলিশের এসআই হুমায়ূন জানান, আমরা ওই এলাকায় যাওয়ার ২ ঘন্টা পর মাছ ধরতে গিয়ে স্ট্রোক করে আক্তার সরদার মারা গেছে বলে জানিয়েছে তার পরিবার। জুয়ার ডেরায় গিয়ে কয়েক জোড়া জুতা ছাড়া কাউকে পাইনি।