ঢাকা

পূবাইলে বাড়ির নির্মাণ কাজে বাধা ও জবরদখলের চেষ্টা

বাড়ির নির্মাণ কাজে বাধা ও জবরদখলের চেষ্টা

আবু সাঈদ চৌধুরী গাজীপুর পূবাইলঃ

গাজীপুর মহানগরের পূবাইলে পিতা হতে প্রাপ্ত দখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজে বাধা, জবরদখল চেষ্টা ও মালমাল চুরির অভিযোগ উঠেছে পাশের বাড়ির ফিরোজ, আতাবর,ইলিয়াস সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এতে বায়েজীদ এর ডান হাতে ফিরোজ ও ইলিয়াস স্বজোরে গুরুতর আঘাত করে পালিয়ে যায়।পরে দ্রুত বায়েজিদ ডাক্তারের নিকট চিকিৎসা নেন।

ঘটনাটি ঘটে সোমবার ১২ জুন রাতে ৪২ নং ওয়ার্ডের মাদ্রাসা বাজার সংলগ্ন বায়েজীদের বসতবাড়িতে। এ বিষয়ে ভূক্তভোগী বায়েজীদ হোসেন চিহ্নিত আটজন সহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুবাইল থানায়।এতে ৫০হাজার টাকার রড ইটাবালিসহ মোট ১লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে উল্লেখ করেছেন অভিযোগপত্রে।

ঘটনা প্রবাহে জানা যায়, পূবাইল থানাধীন বিন্দান মৌজাস্হিত সাবেক ১২০ আরএস-১৫৫ নং খতিয়ানে সিএস ও এস এ ৩২৬ আরএস ৯১২ নং দাগের বাড়ির জমি ৫ শতাংশ সিএস ও এস এ ৩২৫ আর এস ৯১১ নং দাগে চালা জমি ৫৩ শতাংশ সিএস ও এসএ ৩২৭ আর এস ৯১৩ নং দাগ সাইল জমি ২৪ শতাংশ জমি ২০০৮ সালে বায়েজীদ ও আয়েজীদের নামে দলিল করে দিয়ে যান তার পিতা মরহুম ছফিল উদ্দিন ওরুফে ছকিল উদ্দিন।

যা আরএস রেকর্ড হতে ৬ শতাংশ কম।সে মতে বায়েজীদ গং খাজনা খারিজ করে নিজেদের ভোগ দখলে আছেন। অপরদিকে ফিরোজ গংদের পক্ষে রাহেলা বেগম জানান, জমিসংক্রান্ত বিষয়ে আমরা তেমন কিছু বুঝিনা,অন্যেরা যা বলে তা শুনি। ভুলবশত ছফিল গং দের আর এস রেকর্ডে অংশ বেশি হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু বায়েজীদের জমিতে বসতবাড়ির কাজে আমরা কোন বাধা দেইনি ও কলামের রড বা খাচা চুরি করিনি আমরা যে কোন ভাবে মীমাংসা চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button