পূবাইলে মাদকসহ গ্রেফতার ৫


আবু সাঈদ চৌধুরী গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কাজীপাড়া এলাকা ছয় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে নগরের ৪১ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী জহিরুল ইসলাম (৩২) নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারিকান্দি গ্রামের তাহের মোল্লার ছেলে । জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ৪১ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় অভিযান চালায় পূবাইল থানার সাব ইন্সপেক্টর (এস আই) সাইফুল ইসলাম। অপরদিকে পূবাইল থানার এএসআই সুজন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে কুদাব এলাকায় অভিযান চালিয়ে ১৭৪ পিছ ইয়াবাসহ চারজনকে আটক করে। আটককৃতরা হলো: মনিরুল ইসলাম(৪৫), আতিকুর রহমান(৪৪), শরিফ আহমেদ সবুজ(৩৭), হাবিবুর রহমান(৩৪)। এদের মধ্যে দুজনের বাড়ি কুমিল্লা জেলায়। অপর দুজনের বাড়ি পূবাইল।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মামলায় পাঁচ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে যুব সমাজ রক্ষা জন্য। তিনি আরো বলেন আজকের যুবক কালকের দেশ ও জাতি সুরক্ষিত রাখবে, এবং প্রত্যকেই যার যার অবস্থান থেকে মাদক কারবারি নির্মুলের জন্য এগিয়ে আসার আহবান করে ।