আইন-আদালত

পূবাইলে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ৩

শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ৩

আবু সাঈদ চৌধুরী গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর পূবাইলে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ড কামারগাঁও এলাকায় গত শুক্রবার এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন,হলেন, ১, মো: শাহাজাহান (৫৩) বাড়ি টাঙ্গাইল জেলার গারিন্দা গ্রামের আ: মান্নানের ছেলে। ২, মো:হেলাল (৪৫)বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার দুবরাজপুর গ্রামের আফজালের ছেলে। ৩.রবিউল ইসলাম (৫২)বাড়ি নীলফামারী জেলার দুমার থানার পশ্চিম ভোড়াগাড়ী গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে বর্তমান এরা তিনজনই কামারগাঁও মনিরের বাড়ি ভাড়াটিয়া।

এই ঘটনায় স্থানীয়রা বলেন, ভুক্তভোগী শিশুটি পূবাইলে খিলগাঁও একটি স্কুলের তৃতীয় শ্রেণীর অনিমিয়ত ছাত্রী,ওর পরিবার গরীব তাই পড়াশুনার পাশাপাশি মানুষের বাসায় কাজ করতো।

শিশুটির বাবা রিক্সা চালক ও মা গার্মেন্টস কর্মী দুইজনই কর্মজীবী। গত ২০/১০/২০২৩ইং শুক্রবার মেয়েকে কামারগাও আসামিদের অটোরিক্সার গ্রেজে রেখে রিক্সা চালাতে যান তার বাবা। এসময় শিশুটিকে ধর্ষণ চেষ্টা করে আসামীরা।

স্থানীয়রা আরো জানান, গত বৃহস্পতিবার আবারো ধর্ষণের চেষ্টা করে পরবর্তীতে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। শিশুটির মা আসামিদের বাড়ির বাড়িওয়ালা মনিরকে বিষয়টি জানালে বাড়িওয়ালা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে তখন স্থানীয়রা থানায় ফোন দিয়ে জানালে পুবাইল থানা পুলিশ তখন তাদেরকে এসে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামি তিনজন কে মামলা দিয়ে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button