রাজনীতি

পূবাইল থানা আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত 

আবু সাঈদ চৌধুরী (গাজীপুর) প্রতিনিধিঃ

বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে পূবাইলে শান্তি মিছিল করেছে পূবাইল থানা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে মীরের বাজার থেকে মিছিলটি বের হয়ে তালটিয়া করমতলা মাঝুখান বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মীরের বাজার ঘাসফড়িং এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয় তারা।

এ সময় বক্তব্য রাখেন পূবাইল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি ও ৪০নং ওয়ার্ড  কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ ও পূবাইল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন।

বক্তারা বলেন, বিএনপি জামায়েতের কোন নেতাকর্মীকে মাঠে নামতে দেয়া হবে না। যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করতে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি জামায়েতের লোকজন যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পূবাইলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। তারা বিএনপির সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলী,জোসনা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সভাপতি পূবাইল থানা মহিলা আওয়ামী লীগ।রুমা আক্তার সাধারণ সম্পাদক পূবাইল থানা আওয়ামী লীগ। আলহাজ্ব এডভোকেট মুজিবুর রহমান মজিব সাবেক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগ।ফজলুল হক মাস্টার সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্র লীগ।পূবাইল থানা আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ,৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব বজলুর রহমান বাছির।হাসানুল বান্না মজু,আহ্বায়ক ৪০নং  ওয়ার্ড আওয়ামী লীগ।মোঃ আলমগীর খান আহ্বায়ক ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ ছোলেমান মোল্লা, সদস্য সচিব ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতা সোহেল চিশতী,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব।বেলায়েত হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ,শেখ আব্দুল হালিম পূবাইল থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী।পূবাইল থানা ছাত্রলীগের নবগঠিত সভাপতি আরাফাত রহমান মোল্লা মেরাজ ও সাধারণ সম্পাদক উত্তম কুমার অপু সহ এসময় পূবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button