

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রলি উল্টে প্রাণ গেছে চালকের। শনিবার( দশ জুন) সকালে আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কে বাইপাস চৌরাস্তার মোড় এলাকায় এ র্দূঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক মাহবুব হোসেন(১৮) আত্রাই সোনাইডাঙ্গা গ্রামের মোঃ ফজলুর রহমান (রুস্তম)এর ছেলে।পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে-মাহবুব হোসেন পেঁযাজবোঝাই একটি ট্যলি নিয়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন।
শনিবার সকালে নয়টার আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কে বাইপাস চৌরাস্তার মোড় এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টো যায়। এতে চালক মাহবুব হোসেন পেঁয়াজ বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনারস্থলে মারা যান।স্থানীয়রা এ দৃশ্য দেখে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজজন থানা পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায়-মাহবুব হোসেনের লাশ ঘটনারস্থল থেকে উদ্ধার করেন।।