পোরশায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার


নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া বাজার এলাকার একটি মাল্টা বাগান থেকে মরদেহটি উদ্ধার করেন তারা।স্থানীয়রা জানান, অজ্ঞাত ব্যক্তি প্রাায় ৫ বছর আগে এ এলাকায় এসেছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান। অজ্ঞাত ব্যক্তি এখানে আসার পর থেকে তেঁতুলিয়া বাজারসহ এ এলাকার রাস্তার ধারে সব সময় ঘোরাফেরা করতেন।বাজারের দোকানদার ও স্থানীয়দের দেওয়া খাবার খেতেন তিনি। রাতে রাস্তার পাশে কখনো বাজারের আশপাশে থাকতেন।
রোববার সকালে স্থানীয়রা মাল্টা বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পোরশা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম সরদার জানান, তারা স্থানীয়দের দেওয়া খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছেন।উদ্ধারকৃত মরদেহের ডান চোখ উপরে ফেলা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত ছিল বলে তিনি জানা।তবে এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে এবং লাশ আজ সোমবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।