পোরশায় কৃষি ঋণ মেলা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত


পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর প্রধান কার্য্যালয়ের কৃষি ঋণ বিভাগের সার্বিক দিক নির্দেশনা ও উপজেলা প্রশাসন এর আয়োজনে নওগাঁর পোরশায় কৃষি ঋণ মেলা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা চত্বরে আয়োজিত মেলায় মার্কেন্টাইল ব্যাংক লিঃ শিশাহাট শাখা ও উপজেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংক শাখা তাদের নিজ নিজ শাখার পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে ১ কোটি ৩৩ লক্ষ টাকা ঋণ হিসাবে বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর নর্থ বেংগল রিজিওনাল অফিসার ও রিজিওনাল প্রধান মতিয়ার রহমান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক লিঃ শিশাহাট শাখার এভিপি ও শাখা প্রধান সম্পদ কুমার চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, অগ্রণী ব্যাংক লিঃ নিতপুর শাখা ব্যবস্থাপক আবদুল মান্নান, জনতা ব্যাংক লিঃ নিতপুর শাখা ব্যবস্থাপক রিপন কুমার, কৃষি ব্যাংক পোরশা শাখা ব্যবস্থাপক শফিকুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকার উদ্যোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।