পোরশায় খাদ্যমন্ত্রীর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।


নাহিদ, পোরশা(নওগাঁ)প্রতিনিধি: রোববার দিবাগত রাতে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে পোরশা বাজার দলীয় কার্যালয়ে ওই দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার পিত্তথলিতে প্রদাহজনিত কারনে তিনি অসুস্থ্যবোধ করলে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার চিকিৎসা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। একারনে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওই দোয়া অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্, সাবেক সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শাহ্, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফারুক মিঞা, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শাহ্ চৌধুরী, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ শাহ্ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।