রংপুর

পোরশায় ভোক্তা অধিকার অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রথাসনের আয়োজনে ভোক্তা অদিকার আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম। এসময় অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সাধারন ও এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম, আইন শৃংখলা ও এনজিও কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button