রাজশাহী
পোরশায় যুবতীর আত্মহত্যা
রোববার দিবাগত রাতে তার বাবার বাড়িতে সকলের অজান্তে গলায় দড়ির ফাঁস দিয়ে সে আতœহত্যা করে। তার আতœহত্যার কারন জানা যায়নি।


নাহিদ, পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা গবিরাকুড়ি গ্রামে হাবিবা বেগম(২২) নামে এক যুবতী আতœহত্যা করেছে।
রোববার দিবাগত রাতে তার বাবার বাড়িতে সকলের অজান্তে গলায় দড়ির ফাঁস দিয়ে সে আতœহত্যা করে। তার আতœহত্যার কারন জানা যায়নি।
পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং রাতেই লাশ উদ্ধার করে সোমবার মর্গে পাঠানো হয়েছে বলে জানান। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।