পোরশায় সহকারী শিক্ষিকা নাজমা খাতুনের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী.....রাজিউন)।


নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: তিনি পোরশা উপজেলার সাবেক উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ও বর্তমান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের স্ত্রী এবং সাপাহার উপজেলার গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান পলাশডাংগা গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
নাজমা অসুস্থতা জনিত কারনে রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। মৃতু কালে বাবা, মা, ভাই-বোন, স্বামী, ছোট ১ ছেলে ও ২ মেয়ে সহ সহকর্মী ও অনেক আতœীয় স্বজন রেখে গেছেন।
শনিবার সকাল ৮টায় তার শশুড়বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ ফকিরপাড়ায় প্রথম জানাজা, একইদিন বেলা ২টায় পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২য় জানাজা এবং তার বাবার বাড়ি সাপাহারের পলাশডাংগা গ্রামে ৩য় জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মায্হারুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, আব্দুর রহমান ও শাহানাজ আক্তার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।