রাজশাহী
পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় মহিষ উদ্ধার


নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁ পোরশার নিতপুর সীমান্ত থেকে দু’টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টার সময় নিতপুর সীমান্তের ২৩০ নং পিলারের খড়কা ডাংগা থেকে তারা মহিষ দু’টি উদ্ধার করেন।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আলমগীর জানান, চোরাকারবারীরা ভারত থেকে মহিষ দু’টি নিয়ে আসছিল। এসময় তার নেতৃত্বে একটি টহল দল তাদের দিকে যাওয়ার সময় তারা মহিষ দু’টি রেখে পালিয়ে যায়।
পরে মহিষ দুটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে পাঠানো হবে বলে তিনি জানান।