পোরশায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় নিতপুর সীমান্ত ক্রীড়াচক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় সাপাহার ফুটবল একাদশ ১-০ গোলে নিতপুর পুনর্ভবা ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলা পরিচালনা করেন সাপাহার উপজেলার রেফারী আব্দুর রউফ। খেলা শেষে সন্ধায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সীমান্ত ক্রীড়াচক্রের সভাপতি শফিউর রহমান শিমুলের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারমান কাজীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগ উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্, সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।