পোরশায় রাসেল দিবস পালন


নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূুচির মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদৈর অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দিন রশিদ, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিবসটিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন কর্মসূুচি পালন করা হয়।