পোরশা যুবলীগ সেক্রেটারীর মা আসমা আহম্মেদের ইন্তেকাল


নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা যুবলীগ সেক্রেটারী মাহমুদুল হাসান খোকনের মা ও দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহম্মেদের স্ত্রী আসমা আহম্মেদ(৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসমা আহম্মেদ দির্র্ঘ্যদিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃতু কালে স্বামী, দুই ছেলে আতœীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন যোহরের নামাজের পরে জানাজা শেষে তাকে নিতপুর কেন্দ্রিয় কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃতুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মোফাজ্জল হোসেন, যুবলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি রবিউল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, স্বেচ্চাসেবক লীগ সভাপতি আবু হাফিজ, সেক্রেটারী মাহবুবুর রহমান, প্রেস ক্লাব সহ সভাপতি কামরুজ্জামান বাবু, সেক্রেটারী এম রইচ উদ্দিন সহ সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।