রাজশাহী
পোরশা সীমান্তে বিজিবি কতৃক দুই যুবক আটক


নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে বিজিবি দুই যুবককে আটক করেছে। তারা উপজেলার নিতপুর গহারপুর গ্রামের ইসমাইলের ছেলে শাহিন(২৩) ও সেতাবুলের ছেলে শহিদুল(২২)।
জানাগেছে, রোববার সন্ধায় তারা দুইজন গোপনে ভারতে অবৈধ অনুপ্রবেশ করছিল। এসময় ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল ২৫৫/আর নং পিলারের পাশ থেকে তাদের আটক করে।
১৬বিজিবি নিতপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আটককৃতদের গতকাল সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।